জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৯:৪৩ পিএম, ২০২০-১২-১৫

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

রাঙামাটি জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা এবং ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের ফেসবুক পেইজ “রাঙামাটি হিল ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন” থেকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে ভিন্ন ভিন্ন দিবসে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগিদের নামসহ বিজয়ী ফলাফল ঘোষণা করা হয়।

মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় ক গ্রুপ (১ম শ্রেণি থেকে ৭ম শ্রেণি) প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে গোধুলী আমানত বাগ স: প্রা: বি: এর পঞ্চম শ্রেণির ছাত্রী নীলিমা জাহান জ্যোতি, দ্বিতীয় স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র সূর্য চাকমা, তৃতীয় স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৈয়দ সাইফুল্লাহ।

খ গ্রুপ (৮ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি) প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ইরফান হোসাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ সাকাওয়াত হোসেন, তৃতীয় স্থান অধিকার করেছে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মেহেরুন্নেছা আক্তার।

অন্যদিকে, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছাবরিনা তাজরিন তিশা(রোল ১৭), দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পার্থ কুমার সিংহ(রোল ৩২), তৃতীয় স্থান অধিকার করেছে আল আমীন ইসলামীয়া ফাযিল ডিগ্রী মডেল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র মোঃ ইনায়েতুল হক সাফী(রোল ১)। ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ উপলক্ষ্যে আয়োজিত প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মোহম্মদ শামসিল আরিফীন, দ্বিতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি সরকারি কলেজের বিবিএস পাস ছাত্রী নুসরাত জাহান, তৃতীয় স্থান অধিকার করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং এর ছাত্র জাকির হোসাইন।